রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জ উপজেলায় কালুপাড়া ইউনিয়নের কালা আমেরতল যমুনেশ্বরী নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। জরুরি ভিত্তিতে ১৮০ মিটার দীর্ঘ বাঁধটি ৬৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মাণ করা হচ্ছে।
৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রংপুর ২ আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক প্রধান অতিথি থেকে নদীর তীর সংরক্ষণ কাজটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ, কালুপাড়া ইউপি চেয়ারম্যান শহীদুল হক মানিক, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, লোহানীপাড়া ইউপি চেয়ারম্যান ডলু শাহ, নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিবুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন, আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক রেজাউল করিম পান্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাফিউল ইবনে সরকার মিম, সাধারণ সম্পাদক মোতাকাব্বের হোসেন জয়, পৌর সভাপতি সাকিল আহমেদ প্রমুখ।
ওই এলাকায় ৪৫০ মিটার ভাঙ্গন এলাকা থাকলেও অতি জরুরি হওয়ায় ১৮০ মিটার কাজের উদ্বোধন করা হয়েছে।
ওই এলাকার হায়দার আলী বলেন, ‘কাজ হয়া ভালো হওছে। এখন ঠিকভাবে কাজ করলে ভালো, না করলে মরনযন্ত্রণা। আর ভালো করি কাজ করলে আরও ভালো না করলে তারাতাড়ি ভাঙ্গিন যাইবে।’
বাঁধের পাড়ের বাসিন্দা নৈমন বেগম বলেন, ‘বাঁধ নাকি হওচে, অনেকে দেখপার চাইতে চাইতে মরি গেইছে, এখন হওচে দেখি কেঙ্কা কাম করে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available