• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভূঞাপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারপিটের অভিযোগ

৫ আগস্ট ২০২৩ সকাল ১১:০৬:৫১

ভূঞাপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারপিটের অভিযোগ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রায়ের বাশালিয়া গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার তালুকদারের স্ত্রীকে বেধরক মারপিট করার অভিযোগ উঠেছে।

৩ আগস্ট বৃহস্পতিবার সকালে তার বাড়ির কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে ।

আহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে তাদের পৈতৃক একটি সম্পত্তিতে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার তালুকদারের নামে জমির পরিমাণ দেওয়া একটি সাইনবোর্ড ছিল। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের হিটলার তালুকদার হিটু ৫/৬ জন সন্ত্রাসী নিয়ে ওই সাইনবোর্ড তুলে ফেলে। এছাড়া মৃত বীর মুক্তিযোদ্ধার বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তাঁর স্ত্রী শেফালী বেগম বাধা দিতে যান। সেখানে গেলে তাকে বেধরক মারপিট করে আহত করে হিটুসহ তার লোকজন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে পাঠায়।

হাসপাতালে চিকিৎসাধীন শেফালী বেগম জানান, ‘আমি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন হাঁটাহাঁটি করি। সেদিনও হাঁটতে বের হয়েছি, হাঁটার সময় দেখি আমার স্বামীর জমিতে লাগানো সাইনবোর্ড খুলে হিটু পাড়াইতেছে। আমি যাইয়া কইছি, বাবা তুই ওইটা পাড়াও ক্যা, ওইডা একটা মুক্তিযোদ্ধার সাইনবোর্ড। এইডা মাইনসে পাড়ায়? এ কথা বলাতে হিটু খারাপ ভাষায় গালাগালি করে আর আমারে ধইরা একটা ঘুষি মারে, পরে তলপেটে লাথি মারে। এরপর আর আমার হুঁশ ছিল না।’

এলাকাবাসীর সূত্রে জানা যায়, হিটু বীর মুক্তিযোদ্ধার নামের সাইনবোর্ডটি তুলে ছিঁড়ে ফেলেছে।

এ বিষয়ে হিটুর সাথে কথা বললে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার চাচি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন আমি মারধরের বিষয়ে জানি না।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আমাদের কাছে শেফালীর পরিবারের কাছে থেকে অভিযোগ পেয়েছি । এখন প্রাথমিক তদন্ত চলছে  তদন্ত শেষে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫