জবি প্রতিনিধি: বিনা টিকিটে রেলে ভ্রমণের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করে ফেনী রেলওয়ে পুলিশ। ৪ আগস্ট শুক্রবার রাতে ফেনী যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (১৭ তম আবর্তন) একাউন্টিং বিভাগের ৪ জন এবং ফিন্যান্স এর ১ জন শিক্ষার্থী রেলে ফেনী যাচ্ছিলেন। এসময় বিনা টিকিটে ভ্রমণের কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা উল্টো সংশ্লিষ্টদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে বলে জানা গেছে। পরে রেলওয়ে পুলিশ তাদেরকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (সাব ইন্সপেক্টর) সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে বিনা টিকেট ভ্রমণ করায় আমাদের চেকিংয়ে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হয়।
শিক্ষার্থীদের অভিভাবকরা আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমাকে জানানোর পর আমি সেখানে ওসির সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা ভুল করেছে। তবে ওসি বিষয়টি কঠোরভাবে না নিয়ে অভিভাবকদের ডেকে তাদেরকে ছেড়ে দিবেন জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available