নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক নূর উদ্দিন শামীমের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা।
৫ আগস্ট শনিবার সকালে উপজেলার চড়ুইভাতি রেস্টুরেন্টের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর উদ্দিন শামিম বলেন, কিছুদিন পূর্বে আমি এক ন্যক্কারজনক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। একটি শ্রেণি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি এডিট করে ছড়িয়ে দিয়ে অপপ্রচার করেছে। এর মাধ্যমে তারা আমাকে ও আমার ভালোবাসার সংগঠন স্বেচ্ছাসেবক লীগকে প্রশ্নবিদ্ধ ও বিতর্ক সৃষ্টির মাধ্যমে আমার জনপ্রিয়তা নষ্ট করতে চেয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, রাজনৈতিক ফায়েদা হাসিল করতে এই ধরনের হীন চেষ্টা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ন্যায় বিচারের স্বার্থে আমি চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করেছি। আশা করি আমি ন্যায় বিচার পাবো।
এ সময় তিনি উপস্থিত সংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরে ন্যায় বিচারের পক্ষে সহায়তার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেল, যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন মিলন, সোনাইমুড়ী উপজেলার সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা।
যুব মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রীও তার ছবিগুলো এডিট করা বলে দাবি করেছেন।
এর আগে, গত ৩১ জুলাই সোমবার সন্ধ্যায় ফেসবুকে সোনাইমুড়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নূর-উদ্দিন শামীমের সাথে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর ছবি ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available