• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবান সুজনের

৫ আগস্ট ২০২৩ রাত ০৮:০৭:৩১

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবান সুজনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট নিরসনে রাজনৈতিক দলসগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে চাঁপাইনবাবগঞ্জে মানবন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৫ আগস্ট শনিবার বেলা ১১ টায় জেলার বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন পালিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবির, সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমদ হোসেন বাদশা, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সুজন জেলা কমিটির সহ-সভাপতি রবিউল আলম টুটুল, সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উমর ফারুক, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জারিফ হোসেনসহ অন্যান্যরা। কর্মসূচির সঞ্চালনা করেন সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরি।

এ সময় বক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে বিবাদ ভুলে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। পাশাপাশি দেশে প্রকৃত গণতন্ত্র চর্চা ও সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধানের আহ্বান জানান।

বক্তারা বলেন, চলমান রাজনৈতিক সংকট দেশকে গভীর সংকটে ফেলবে। এতে দেশের আর্থ-সামাজিক ক্ষতির সৃষ্টি হবে। তাই দেশ ও জাতির কল্যাণে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০