নাটোর প্রতিনিধি: নাটোর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম (পিপিএম)। ৬ আগস্ট রোববার সকাল ১০টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, বিটিভির নাটোর প্রতিনিধি জালাল উদ্দিনসহ কয়েকজন সাংবাদিক বক্তব্য দেন। তারা নাটোরের সামাজিক, রাজনৈতিক এবং জেলার আইনশৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও কোন নির্দোষ মানুষ বা সাধারণ মানুষ যেন পুলিশের দ্বারা হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন গণমাধ্যমকর্মীরা।
মতবিনময় সভায় নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। আইনশৃঙ্খলা বিষয়ে সকল সমস্য সমাধানে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আলরাজীব, সদর থানার ওসি নাসিম আহমেদ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available