রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর আলমনগর খামার এলাকায় ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে হরিশ চন্দ্র রায় নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ৬ আগস্ট রোববার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল মাদক কারবারি হরিশচন্দ্র রায়ের আলমনগর খামার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। তার পিতার নাম গিরিশ চন্দ্র রায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মো. আফজাল হোসেন মাদক আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রোববার দুপুরে বিচারক কৃষ্ণকান্ত রায় আসামী হরিশ চন্দ্র রায়কে দোষি সাব্যস্ত করে মাদক আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
মামলায় সরকার পক্ষের কৌসুলি নয়নুর রহমান টফি জানান, মাদক মামলায় আদালত যে রায় দিয়েছে তাতে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। একই সাথে এ রায়ের মাধ্যমে মাদক ব্যবসা করে ধরা পড়লে যে শাস্তি ভোগ করতে হবে, তারই একটি ক্লিয়ার ম্যাসেজ দেয়া হয়েছে ।
অন্যদিকে আসামী পক্ষের আইনজিবী শামীম আল মামুন বলেন, আমার মক্কেল আদালতে ন্যায় বিচার পায়নি। আমরা আদালতের এ রায়ে সন্তুষ্ট হইনি। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করবো। আশা করি, সেখানে আমার মক্কেল ন্যায় বিচার পাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available