• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪১:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪১:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘সবাই মিলে মাদকের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলবো’

৬ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩৫:৫৩

‘সবাই মিলে মাদকের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলবো’

খুলনা ব্যুরো: খুলনা মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকারী কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।  মাদক একটি বৈশ্বিক সমস্যা। আমাদের দেশেও এটি ভয়াবহ রূপ ধারন করেছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সকল শ্রেণির মানুষের মাঝেই মাদকের বিস্তার ঘটেছে। তাই মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে। দৃঢ় কন্ঠে বলতে চাই কোন পুলিশ সদস্য যদি মাদকের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধেও একই আইনে ব্যবস্থা নেয়া হবে। সর্ষের ভেতরে ভূত থাকলে চলবে না। ৬ আগস্ট রোববার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করতে হ্যালো কেএমপি অ্যাপস তৈরি করা হবে। এ অ্যাপসের মাধ্যমে সহজেই নগরবাসী তাদের কাঙ্খিত সেবা নিতে পারবে।

কিশোর গ্যাংয়ের বিষয়ে তিনি বলেন, সন্তানদের খোঁজখবর নিতে হবে। কোথায় যাচ্ছ?  কি করছে? কখন ফিরছে? সবই খোঁজ রাখতে হবে। সন্তানদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এসব না করার কারণে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। কিশোর গ্যাং তৈরিতে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কিশোর গ্যাংদের সমাজের মূল স্রোতে আনা হবে। আর যদি কেউ না আসে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক আরও বলেন, ট্রাফিক শৃঙ্খলা কেউ মানতে চায় না। সবাই ট্রাফিক শৃঙ্খলা না মেনে প্রধান সড়কে গাড়ি পার্কিংয়ের কোন সুযোগ নেই। সরকারি কর্মকর্তা হলেও সুযোগ নেই । নগরবাসীকে ট্রাফিক আর শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করছি ।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনের সব করা হবে। হাইড্রোলিক হর্ন, জিকজ্যাক বাতির বিরুদ্ধে মামলা দেয়া হবে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে নিয়ে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা, সিনিয়ার সাংবাদিক মকবুল হোসনে মিন্টু, শেখ আবু হাসান, এসএম জাহিদ হোসেন, মো. শাহআলম, সুনিল দাস ও বাবুল আখতারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫