ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর হালিমা ক্লিনিকে ভুল চিকিৎসায় ফাতেমা খাতুন নামে দশ বছরের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ক্লিনিক কতৃপক্ষ লাপাত্তা।
ঘটনাটি ঘটেছে খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
ফাতেমা খাতুন ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের আলামিন মোলোঙ্গীর মেয়ে। সে স্থানীয় বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্কুল ছাত্রী ফাতেমা খাতুনের মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ক্লিনিকে জড়ো হলে মালিক কামাল হোসেনসহ ক্লিনিকের সবাই সুকৌশলে পালিয়ে যায়।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ফাতেমা খাতুন পেটের ব্যাথায় ভুগছিল। গত ৩১ জুলাই সোমবার তাকে উক্ত ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিক কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাপেন্ডিসাইট অপারেশনের জন্য অস্ত্রপচার করে। অপারেশনের পর থেকে ফাতেমা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৪ আগস্ট শুক্রবার সকালে ক্লিনিক মালিক কামাল হোসেন ফাতেমা খাতুনকে আবারও ওটিতে নিয়ে যান। ঘণ্টা দুয়েক পরে ওটি থেকে বের করে স্বজনদের মাধ্যমে ফাতেমা খাতুন গুরুতর অসুস্থ বলে অ্যাম্বুলেন্স ঠিক করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খুলনা মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। স্বজনরা তখন দিশেহারা হয়ে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমাকে ভর্তি করান, হাসপাতাল কতৃপক্ষ ফাতেমার অবস্থার অবনতি দেখে আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখেন এবং একই দিনে শুক্রবার বিকেলে ফাতেমা খাতুনের মৃত হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ৯ মে মুত্রতন্ত্রের অস্ত্রপ্রচারে প্রচুর রক্তক্ষরণে দিনমজুর আলীবক্স গাজী ও ২০২০ সালের ৪ অক্টোবর অপারেশন করতে গিয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছিলো এই চুকনগর হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
এ ঘটনায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিফাত রহমান জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। পরিবার বা নিকট আত্মীয়দের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available