• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩০:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩০:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের পথনাটক

৭ আগস্ট ২০২৩ দুপুর ১২:৩৪:২৩

সৈয়দপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের পথনাটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ক্যাম্প এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে পথ নাটক পরিবেশিত হয়েছে। এ নাটকের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা হয়।

৬ আগস্ট রোববার শহরের হাতিখানা ক্যাম্প এলাকার ইমামবাড়া চত্বরে নাটকি পরিবেশিত হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিখন কেন্দ্র স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসির শিক্ষার্থীরা এ পথনাটক পরিবেশন করে।

কাপ-আপ প্রকল্পের কালচারাল ইন্সট্রাক্টর অলিরাজ রেজার রচনা ও পরিচালনায় ‘মইরমের বিয়ে’ নাটকে অভিনয় করেন শিক্ষার্থী মিসরি আলী, আছিয়া, জীম, মীম, আকসারা, জামিলা আক্তার, নিশি আক্তার, তানিয়া, রুমা, রাকিবা, শারমিন, সাব্বির, পূর্ণিমা, রাজা, হৃদয় ও সোহানুর প্রমুখ। পথনাটক চলাকালে দর্শকসারিতে ছিলেন হাতিখানা ক্যাম্প এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বাল্যবিবাহের ফলে একজন নারীর শারীরিক, মানসিক, সাংসারিক সমস্যা, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে নিজের সন্তানের শারীরিক সমস্যার চিত্র এ পথনাটকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়।

পথনাটক দেখতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ইয়াসমিন পারভীন, ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহ, টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন, সুপারভাইজার আকাইদ মোল্লা, স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি পরিচালনা কমিটির সদস্য কোষাধ্যক্ষ মোছা. বিন্দিয়া ও সদস্য মোছা. সানজিদাসহ প্রকল্পের শিক্ষকবৃন্দ।

পথনাটক পরিবেশনা বিষয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ডের ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ জানান, সৈয়দপুরের বস্তি এলাকায় কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিয়ে হওয়ার প্রবণতা বেশি। এ সমস্যা উত্তরণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ডের আওতায় শিখন কেন্দ্রের ক্ষুদে শিক্ষার্থীরা পৌর শহরের বিভিন্ন বস্তি এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পথনাটক করেছে। আগামীতে প্রকল্পের আওতায় শহরের ৫ শিখন কেন্দ্রের শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের পথনাটক করবে।

উল্লেখ্য, আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে কাপ-আপ প্রকল্পের মাধ্যমে পৌরশহরের বস্তি এলাকায় পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে শিখন কার্যক্রম চলছে। শহরে ২৫টি শিখন কেন্দ্রের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিখন কার্যক্রম বাস্তবায়ন করছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫