• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০২:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে প্রবল বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা

৭ আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫১:১৪

রাজস্থলীতে প্রবল বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: প্রবল বর্ষণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা, বাঙালহালিয়া সড়কসহ উপজেলার অধিকাংশ আভ্যন্তরীণ সড়ক। সড়কের পাশের মাটি ও পাহাড় ধসের পাশাপাশি বৃষ্টির পানিতে এসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এসব সড়কে প্রতিদিন চলাচল করছে শতশত যানবাহন।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, রাজস্থলীর প্রধান সড়ক ও আভ্যন্তরীণ ২টি সড়কের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটির রাজস্থলী চন্দ্রঘোনার বাঙালহালিয়া  প্রধান সড়কের ৩৫ কিলোমিটারে অন্তত ১০ টি পয়েন্টে ভয়াবহ পাহাড় ধস হয়েছে। এতে করে যেকোন মূর্হুতেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভারী বর্ষণে পাহাড় ধস ও সড়কের ওপর পানি জমে থাকায় এ ঝুঁকি আরও বাড়ছে। বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় প্রতিদিন এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী ও পণ্যবাহী পরিবহন।  আভ্যন্তরীণ সড়কেরও একই দশা। সঙ্কট সমাধানে দ্রুত সংশ্লিষ্টদের উদ্যোগ চান এসব সড়কে চলাচলকারীরা।

বাস চালক জসিম উদ্দিন বলেন, পাহাড়ের খাদের সাথে লাগানো সড়ক দিয়ে গাড়ী চালানো ঝুঁকিপূর্ণ। একটু অসর্তকতায় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। তার উপর রাস্তার পাশের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। যাত্রী নিয়ে এসব রাস্তা দিয়ে গাড়ী চালানোর সময় ভয় করে।

ট্রাংকার চালক সেলিম উল্লাহ বলেন, পাহাড়ের বাঁকগুলোতে গাড়ি চালানো এমনিতেই ঝুকিপূর্ণ। তার উপরে বৃষ্টিতে ভূমি ধ্বসের কারনে আরও ঝুকিপূর্ণ হয়ে উঠছে। তাই অনেকটা ঝুকি নিয়েই আমাদের গাড়ী চালাতে হচ্ছে।

অটো রিক্সা চালক গোলাম নবী বলেন, বাঙালহালিয়া চন্দ্রঘোনা সড়কে আগে ২ টি গাড়ি চলাচল করতে পারলেও যেসব স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে সেখানে গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে। একটি গাড়ি পারাপারের সময় অন্য গাড়িকে সাইড দিতে হচ্ছে। এতে সময় ও ঝুঁকি দুইয়ে বেড়েছে।

সড়ক বিভাগের ঠিকাদার এমদাদুল হক মিলন বলেন, টানা বৃষ্টিতে পাহাড়ে ভূমি ধ্বস ভয়াবহ হয়ে উঠেছে। গত কয়েকদিনের প্রবল বর্ষণ বন্ধ হলেও এখনও পাহাড় ধ্বসের আতঙ্কে চলাচলকারীরা। জোড়াতালি দিয়ে সড়কগুলো মেরামত না করে স্থায়ী ও পরিকল্পনামাফিক কাজ করলে সামনের দিনে বিপর্যয় এড়ানো সম্ভব।

প্রবল বর্ষণে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় দুইটি বাড়ী ও মসজিদের অজুখানা টয়লেট ভেঙ্গে বিধ্বস্থ হয় । বাজারের পাশে বড় ধরনের ভাঙ্গনে বাজার বিলীন হওয়ার সম্ভবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫