গাজীপুর প্রতিনিধি: বহুল আলোচিত গাজীপুরের কাপাসিয়ায় বেপরোয়া গতিতে চলমান ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের (৫২) মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার আহাদ মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র্যাব।
৭ আগস্ট সোমবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আহাদ মিয়া গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মো. আতিক মিয়ার ছেলে।
ঢাকার কাওরান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গত ৪ আগস্ট আনুমানিক সকাল সোয়া ৯টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোর্টবাজালিয়া বাজারে বেপরোয়া গতির বালুবোঝাই একটি ড্রাম্প ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৭-১০৮১) চাপায় সাংবাদিক মিলন সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ আগস্ট কাপাসিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। র্যাব বর্ণিত ঘটনায় ঘাতক চালককে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দফতর গোয়েন্দা শাখা ও র্যাব-১ এবং র্যাব-১০-এর একটি আভিযানিক দল সোমবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং থেকে ঘাতক ট্রাক চালক আহাদ মিয়াকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ট্রাক চালক দুর্ঘটনার বিষয়ে তথ্য প্রদান করে।
তিনি আরও জানান, গ্রেফতার আহাদ গত ৭ বছর ধরে মাহিন্দ্রা, পিকআপসহ বিভিন্ন ধরণের গাড়ি চালিয়ে আসছিল। তার মাঝারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর কোন বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এছাড়াও ট্রাকটির ধারণ ক্ষমতা ৮ টন থাকা সত্তেও সে আনুমানিক ১৪ টন ওজনের বালু বোঝাই করে গাড়িটি চালিয়ে আসছিল। দুর্ঘটনার পর সে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে কোর্টবাজারে আসে এবং অটোযোগে কালিগঞ্জে চলে যায়। পরবর্তীতে সে সেখান থেকে তার বাড়ি পৌঁছায় এবং উক্ত দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানতে পারলে গ্রেফতার এড়াতে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকাবস্থায় র্যাব তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available