• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাথরঘাটায় ধরা পড়লো রাক্ষুসে সাকার ফিস

৭ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১৮:৩৩

পাথরঘাটায় ধরা পড়লো রাক্ষুসে সাকার ফিস

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় জালে ধরা পড়েছে রাক্ষুসে সাকার ফিস ‌। ৭ আগস্ট সোমবার বিকেলে উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব কালমেঘা গ্রামের একটি খালে সাকার ফিসটি পাওয়া যায়। মাছটি দেখার জন্য স্থানীয় মানুষের ভিড় দেখা গেছে।

জানা যায়, গত কয়েকদিন ধরে পাথরঘাটায় ভারি বর্ষণের প্রভাবে স্থানীয় নিম্নাঞ্চল  প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় খাল-বিলে স্থানীয়রা মাছ ধরার জন্য জাল ফেলছে। ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ।

স্থানীয় কাঞ্চুর বাজারের চায়ের দোকানি মো. বিল্লাল হোসেন সোমবার সকালে খালে জাল ফেললে অন্যান্য মাছের সাথে ধরা পড়ে এ সাকার ফিস‌টি। অপরিচিত এ মাছ দেখে তিনি ভয় পেয়ে চিৎকার দেন। এসময় কাছাকাছি লোকজন দৌড়ে এলে মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমে। সাধারণত ভারী বর্ষণ এবং জোয়ারের পানি বৃদ্ধি পেলে এ অঞ্চলে বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়।

বেল্লাল হোসেন বলেন, মাছটি পাওয়ার পর এখন পর্যন্ত বালতিতে রেখে দিয়েছি। এটা নিষিদ্ধ তা আমি জানি না। ধরা পরার পরে জানতে পারলাম।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এ মাছটি রাক্ষুসে হওয়ায় সরকার গেজেটের মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছে। সে অনুযায়ী এ মাছ পাওয়া মাত্রই মাটিতে পুঁতে ধংস করার বিধান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০