• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

৭ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৪২:৩০

রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রংপুর ব্যুরো: রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংপুরে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুরার রহমান হাবু, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী, একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান লিয়াকত আলী বাদল, ৭১ টিভির বায়েজিদ আহমেদ, এনটিভির ময়নুল হক, ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, আমাদের সময়ের ওয়াদুদ আলী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, অবজারভারের লাবনী ইয়াছিন, মায়া বাজার পত্রিকার সম্পাদক সুশান্ত ভৌমিক, ঢাকা টাইমসের রেজাউল ইসলাম বাবু, সাংবাদিক জয়নাল আবেদীন, অর্জন পত্রিকার সম্পাদক হাবিব, কালবেলার রফিকুল ইসলাম, আমার সংবাদের মিজানুর রহমান মিজানসহ প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ ।

এসময় নবাগত জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, রংপুরসহ দেশকে এগিয়ে নিতে হলে আপনাদের সকলের সহযোগীতা দরকার। আপনাদের সহযোগীতা না পেলে, কখনও এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়াও প্রশাসনের অনেকে অনেক অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন, এমন তথ্য সাংবাদিকরাই আগে পেয়ে থাকেন। তাই আমার অনুরোধ কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোন ধরনের ত্রুর্টি বা অনিয়ম দুর্নীতির তথ্য পেলে আমাকে অবহিত করবেন। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান শাহসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫