নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আলিফ সরদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। ৭ আগস্ট সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালীগঞ্জ বাজারের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আলিফ সরদার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকুল বাজারপারা এলাকার মৃত আসাদুল ইসলামের ছেলে।
জানা গেছে, ৭ আগস্ট দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার কালীগঞ্জ বাজারে চেকপোস্ট পরিচালানা করা হয়। এসময় মোটরসাইকেল যোগে সেখান দিয়ে যাচ্ছিলেন আলিফ। পুলিশ তাকে থামার জন্য সংকেত দিলে সে সংকেত অমান্য করে পালানোর চেস্টা করলে পুলিশ তার গতিরোধ করে তাকে আটক করে। এসময় আসামি আলিফের সাথে থাকা আরেক আসামি পালিয়ে যায়। পরে আলিফ সরদারকে তল্লাশী করা হয়। তার কাধে ঝোলানো স্কুল ব্যাগে রক্ষিত লাল পলিথিন ও ঘিয়ে রংয়ের কসটেপ দ্বারা মুড়িয়ে বাঁধা অবস্থায় ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এসময় ১৫০ সিসি পালসারসহ তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানা অফিসার্স ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রস্তুত করা হয়েছে।
ওসি আরও বলেন, আটক আলিফ সরদারের বিরুদ্ধে পূর্বের একটি ধর্ষণচেষ্টার মামলাও রয়েছে। সোমবার তাকে নাটোর বিচারিক আদালতে তোলা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available