পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সেখানকার এইচএসসি শিক্ষার্থীরা। ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাথরঘাটা শেখ রাসেল স্কয়ার চত্বরে অবরোধ করে রাখে তারা।
এর আগে পাথরঘাটা কলেজের এইচএসসি পরীক্ষার্থী কাইফি মো. সাফওয়ানের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ভারী বৃষ্টি উপেক্ষা করে শেখ রাসেল স্কয়ার চত্বরে মিলিত হয়। রাস্তায় যানজটের সৃষ্টি হলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার ও সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করেন।
অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ৪ টি দাবি জানায়। দাবিগুলো হলো- ৫০ নম্বরে পরীক্ষা নেয়া, পরীক্ষা ২ মাস পিছিয়ে দেয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা পরে নেয়া এবং পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্ট বাদ দেয়া।
শিক্ষার্থী কাইফি মো. সাফওয়ান, নেয়ামুল, নাঈম বলেন, আমরা লেখাপড়ার সময় পেয়েছি ১০ থেকে ১২ মাস। এ সময়ে আমরা তেমন প্রস্তুতি সম্পন্ন করতে পারিনি। এছাড়া বারবার বন্ধ থাকায় ঠিকমতো ক্লাস করতে পারিনি।
তারা আরও বলেন, ইউএনও, ওসি সাহেব আমাদের আশ্বস্ত করেছেন আমাদের দাবিগুলো প্রধানমন্ত্রী কাছে পাঠাবেন। তাই আমরা আন্দোলন বন্ধ করেছি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, পাথরঘাটায় এ বছর পরীক্ষার্থী প্রায় ২ হাজার, তাদের স্বাক্ষরসহ স্মারকলিপি আকারে আমার কাছে দিলে আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করব ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available