• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সর্পদংশনে ২ মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

৮ আগস্ট ২০২৩ বিকাল ০৪:১৪:৫৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সর্পদংশনে ২ মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন ২ মাদ্রাসা শিক্ষক। তারা উভয়েই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইকরা কওমি মডেল মাদরাসার শিক্ষক। ঘটনার সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন।

নিহত ২ জন হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) এবং নওগাঁ জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম (৩০)।

এ ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ৬ আগস্ট রোববার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের ইকরা কওমি মডেল মাদরাসার শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন।

রাতের কোন এক সময় ২ জনকে সাপে কামড় দেয়। পরে তার সহকর্মীরা তাদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু তাতে কাজ না হলে তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেদুলকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষক জোবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরে ৭ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান জোবায়ের। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আরও বলেন, রাসেদুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আর জোবায়েরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫