কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: কচুয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জীবনীভিত্তিক আলোচনা, ক্ষুদ্র ঋণের চেক ও সেলাই মেশিন বিতরণ এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৮ আগস্ট মঙ্গলবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বঙ্গমাতার জীবনীভিত্তিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।
উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, বীর মুক্তিযোদ্ধা সনতোষ সেন প্রমুখ।
বঙ্গমাতার জীবনীভিত্তিক আলোচনা সভা শেষে দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক ও সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available