শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে অনুমোদনহীন কবিরাজি ওষুধ তৈরির অভিযোগে আবুল হাসেম (৫২) নামে এক ভুয়া কবিরাজকে ৬ মাস ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নারায়নপুর ইউনিয়নর ৪নং ওয়ার্ডের কথিত কবিরাজের বাড়ির একটি কক্ষে রোগীদের চিকিৎসা দেয়ার সময় তাকে আটক করে এ সাজা দেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় অবৈধভাবে তৈরি বিপুল পরিমাণ কবিরাজি ওষুধ জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত কবিরাজ নারায়নপুর ইউনিয়নের ইকর কান্দি গ্রামের মৃতু মঙ্গল সরদারের ছেলে। অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলার নারায়নপুর ইউনিয়নের ইকর কান্দি গ্রামের আবুল হাসেম কবিরাজ অনুমোদনবিহীন অবৈধভাবে কবিরাজি ওষুধ তৈরি করছেন। অসাধু পন্থা অবলম্বন করে জনসাধারণকে বোকা বানিয়ে এ ওষুধ বিক্রি করে আসছেন। দীর্ঘদিন ধরে তার বাড়িতে বিভিন্ন রোগীদের চিকিৎসাও দিয়ে আসছিলেন তিনি। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালানো হয়।
অভিযানকালে হাসেম প্রয়োজনীয় কোনো সনদ বা চিকিৎসক হিসেবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণ দিতে পারেননি। জনগণের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়ায় তাকে ছয় মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অবৈধভাবে তৈরি কবিরাজি ওষুধ জব্দ করা হয়েছে।
জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available