সিলেট প্রতিনিধি: সিলেটে ২১ বছর পর গুলি ও হত্যা মামলায় আলোচিত মজিদ ডাকাতের ২ ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও ৩০৭ ধারায় আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর আসামি আব্দুল খালিকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
৮ আগস্ট মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেট সদর উপজেলার মেজরটিলা ইসলামপুরের পশ্চিম ভাটপাড়ার আলোচিত মজিদ মিযা ওরফে মজিদ ডাকাতের ছেলে আনা ও দারা মিয়া।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. জয়নাল আবেদীন।
জানা গেছে, ২০০১ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের সদস্য আফসর আহমদ ও তার সঙ্গীয় লোকজন দাঁড়িয়ে গল্প করার সময় আসামিরা পূর্ব-পরিকল্পিতভাবে হামলা ও গুলি বর্ষণ করেন। এতে গুরুতর আহত অবস্থায় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল কুদ্দুস বাবুল মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় গুলিতে আহত ইউপি সদস্য আফসর আহমদের ভাই সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর মুকিরপাড়ার বাসিন্দা সোনা মিয়ার ছেলে আফজল কবীর বাদী হয়ে ২০০১ সালের ৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা (নং-১৪ (৯)২০০১) দায়ের করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতের পিপি সরোয়ার আহমদ চৌধুরী এবং আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. নুরুল হক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available