• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডেঙ্গু প্রতিরোধে সৈয়দপুরে মানববন্ধন

৯ আগস্ট ২০২৩ বিকাল ০৪:২৫:৪৭

ডেঙ্গু প্রতিরোধে সৈয়দপুরে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নিজের বাড়ি ও এলাকা জঞ্জাল মুক্ত রাখুন। হাত পা ঢাকা পোশাক পড়ুন। বাড়ির ছাদে বা উঠানে পানি জমে থাকলে তা ফেলে দিন। ঘিঞ্জি ও জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে থাকুন। এমন বৈচিত্র্যময় লেখা সম্বলিত প্লাকার্ড হাতে রাস্তার মানববন্ধনে করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সবার মুখে ডেঙ্গু প্রতিরোধের স্লোগান। উদ্দেশ্য নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি করা। চলতিপথে শিক্ষার্থীদের এমন প্লাকার্ড হাতে দেখে পথচারীরাও তা আগ্রহ নিয়ে দেখেছে।  

বুধবার সৈয়দপুর শহরের বাঁশবাড়ি মহল্লার আমিন মোড় সড়কে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের কিশোর-কিশোরী উন্নয়ন ফোরামের (এডিএফ) উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংস্থাটির কাপ-আপ প্রকল্পের আওতায় শিখন কেন্দ্র ধ্রুবতারা ডাম ইউসিএলসির ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

কিশোর-কিশোরী উন্নয়ন ফোরামের সভাপতি মীম খাতুন জানান, এডিএফের সদস্যরা সবসময় এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছে। বর্ষাকালে জনবসতিপূর্ণ এলাকায় এডিস মশার প্রকোপ বেশি হয়। আর এডিস মশার কামড়ে স্থানীয়ভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন করতেই এডিএফ সদস্যের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, সুপারভাইজার জাহাঙ্গীর আলম, প্রকল্পের শিক্ষক কল্পনা খাতুন, তিথি আক্তার, বিলকিস আক্তার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫