চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর প্রদান করা হয়েছে।
চৌহালী উপজেলায় এখন পর্যন্ত ৬৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে উপকার ভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলী, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান, মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
পরে আশ্রয়ণ প্রকল্পের অসহায়, দরিদ্র ও উপকার ভোগি ৬৬ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available