• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৩:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৩:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সোয়া ৯ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

১০ আগস্ট ২০২৩ সকাল ১১:৩৭:৩৫

সোয়া ৯ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

রংপুর ব্যরো: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রায় সোয়া ৯ কোটি টাকা ব্যয়ে পৃথক পৃথক স্থানে ৩টি পল্লী সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

৭ আগস্ট সোমবার দুপুরে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাপার ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি ভিত্তি প্রস্তর স্থাপন করে এসব কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলাম, মাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, এমপির ব্যক্তিগত সহকারী রায়হানুল হাসান রুমি, প্রেস সচিব কমল রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ১ কোটি ২১ লাখ ৯৬ হাজার ৩৬২ টাকা নির্মাণ ব্যয়ে গাড়াগ্রাম ডিসির মোড় আরএইচডি হতে কৈমারী জিসি বদির কাছারী পর্যন্ত ৯৭০ মিটার সড়ক। ৪ কোটি ২৩ লাখ ৪৯ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে গাড়াগ্রাম দোলা হতে পীরের হাট পর্যন্ত ৩ হাজার ৭২১ মিটার সড়ক। ৩ কোটি ৭২ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে মাগুড়া জিসি হতে কিশোরগঞ্জ-তারাগঞ্জ বাহাগিলী স্টিল ব্রিজ পর্যন্ত ২ হাজার ৩০০ মিটার সড়ক।

তিনটি সড়কে ৯ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৪১৫ টাকা ব্যয়ে ৬ হাজার ২৯১ মিটার সড়ক নির্মাণ করা হবে।

সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত শেষে এমপি আদেল বলেন, গ্রাম হবে শহর।এ ই লক্ষ্য বাস্তবায়নে গ্রামীণ জীবনের উন্নয়নে নানা ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। আর তাই গ্রামের রাস্তা ঘাট, মসজিদ, মন্দিরসহ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে অনেক কাজ করা হয়েছে। গ্রামের চিত্র এখন পাল্টে গেছে। শহরের সুবিধা এখন গ্রামেই মিলছে। এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করার  জন্য উপস্থিত ব্যাক্তিবর্গের প্রতি আহবান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫