পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা গ্রামের তাঁত ব্যবসায়ী ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি বাবলু ব্যাপারীকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার বাবলু সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর নতুনপাড়া গ্রামের মৃত মুছা ব্যাপারীর ছেলে।
১০ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাবনার র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান।
তিনি জানান, গত ৩১ জুলাই ধোপাঘাটা গ্রামের ক্ষেতের পাশ থেকে ইলিয়াস হোসেনের মরদেহ পাওয়া যায়। ইলিয়াসের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীর ক্ষতবিক্ষত করা হয় এবং তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় ১ আগস্ট সদর থানায় একটি মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় ৯ আগস্ট বুধবার বিকেলে জেলার সাঁথিয়া উপজেলাযর চৌবাড়ীয়া গ্রাম থেকে আত্মগোপনে থাকা ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি বাবলু ব্যাপারীকে গ্রেফতার করা হয়।
হত্যার কারণ সম্পর্কে র্যাব জানায়, গত ৯ জুলাই জালালপুর বাজারে একটি জিন্স প্যান্ট কেনাবেচাকে কেন্দ্র করে নিহত ইলিয়াস ও গ্রেফতার বাবলুর মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
গ্রেফতার বাবলুর বিরুদ্ধে ২০১৮ সালে আতাইকুলা থানায় একটি হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে র্যাব ও স্থানীয়দের একাধিক সুত্র জানায়, গ্রেফতার বাবলু ব্যাপারী ইতোপূর্বে চরমপন্থী সংগঠন লাল পতাকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে জেলার বিভিন্ন চরমপন্থীদের সঙ্গে তিনিও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছিলেন। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও ভোগ করে আসছিলেন বাবলু ব্যাপারী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available