ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৪৫ জন রোগী।
১০ আগস্ট বৃহস্পতিবার সকালে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
মৃতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে সুকুমার (৭৭) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সালমা বেগম (৪২)।
ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ আগস্ট মঙ্গলবার সুকুমার নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি। অপরদিকে সালমা বেগমও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনিও মারা যান।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯৫ জন।
তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৯ জন। এর মধ্যে রাজবাড়ী জেলার ৪ জন, ফরিদপুরের ৩ জন, মাগুরা জেলার ১ জন ও মাদারীপুরের ১ জন।
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৮২ জন। এর মধ্যে ১ হাজার ৮৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান ডা. মো. ছিদ্দীকুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available