• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৮:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৮:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনার আলোচিত সেই ক্লিনিকে সিলগলা, মালিকের ৭ দিনের কারাদণ্ড

১১ আগস্ট ২০২৩ সকাল ০৭:৪৭:১২

খুলনার আলোচিত সেই ক্লিনিকে সিলগলা, মালিকের ৭ দিনের কারাদণ্ড

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, অপরিচ্ছন্ন পরিবেশ, নিয়ম অনুযায়ী ডাক্তার ও নার্স  না থাকায় এবং ফাতেমা খাতুন নামের এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনার সংবাদ এশিয়ান টিভিতে প্রচার হয়। সংবাদটি দৃষ্টিগোচর হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করে উপজেলা প্রশাসন ।

১০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ার চুকনগরে অবস্থিত হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক ক্লিনিকটি সিলগলা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লিনিক মালিক কামাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে গত ৪ আগস্ট শুক্রবারে অ্যাপেন্ডিক্স  অপারেশনে তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনের মৃত্যু ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, অপরিচ্ছন্ন পরিবেশ, নিয়ম অনুযায়ী ডাক্তার ও নার্স না থাকায় প্রতিষ্ঠানটিকে সিলগলা করা হয় এবং ক্লিনিক মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিফাত রহমান, মেডিকেল অফিসার মেহরাব হাসান সাব্বির, সেনিটারি ইন্সপেক্টর
সুখেন ঘোষ, সিএ আবুজার হোসেন, ডুমুরিয়া থানা পুলিশের এসআই হাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, অপরিচ্ছন্ন পরিবেশ, নিয়ম অনুযায়ী ডাক্তার ও নার্স না থাকায় ক্লিনিক মালিককে
৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নির্দেশনায় প্রতিষ্ঠানটি সিলগলা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০