মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। এসময় উপজেলা মোড় হতে থানা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এ মামলাকে পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, প্রতিহিংসামূলক উল্লেখ করে এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি এ মিথ্যা মামলা দায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, ৫ আগস্ট রাত ৮টার দিকে জেলার লৌহজং থানাধীন খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গুদারাঘাট এলাকায় বালু বাহী বাল্কহেড ইঞ্জিন চালিত ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলার ডুবে নারী ও শিশুসহ ৯ জন প্রাণ হারায়। এ বিষয়ে লৌহজং থানায় একটি মামলা হয়। মামলায় সিরাজদিখান থানা যুবলীগ আহ্বায়ক সদস্য জাহিদ শিকদারকে ২নং ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে ৩নং আসামি হিসেবে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available