• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৮:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৮:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনে স্যালাইন আমদানি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১২ আগস্ট ২০২৩ সকাল ০৭:১৩:২৫

ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনে স্যালাইন আমদানি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্যালাইনের অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন,  হঠাৎ করে ১০ থেকে ১২ গুণ চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। চাহিদা পূরণে দেশের সকল স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে। প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আমদানির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

১১ আগস্ট শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সদর উপজেলার ঢাকুলী এলাকায় এক কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধ করতে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরো গতিশীল হতে হবে। কারণ, মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে। মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বেশি করে মশা মারার ওষুধ প্রয়োগ করার জন্য।  এছাড়া মানুষকেও সচেতন হতে হবে। এডিস মশা যাতে জন্ম না হয় এর জন্য বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো সংকট নেই। পর্যাপ্ত কিট রয়েছে, যদি কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দেয় তবে চাহিদা মোতাবেক তা দ্রুত সরবরাহ করা হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে জাহিদ মালেক বলেন, তারাও দেশে ক্ষমতায় ছিলেন। কিন্তু এলাকায় কোনো উন্নয়ন করেননি। তাদের লক্ষ্যই ছিল উন্নয়নের টাকা লুটপাট করে খাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, গ্রামকে শহরে উন্নতি করার। আজ প্রতিটি গ্রামেই শহরের সকল সুযোগ-সুবিধা আছে। যেসব জায়গায় কাঁচা রাস্তা ছিলো, আজ সেখানে পাকা সড়ক হয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ আছে, মানুষ নিরাপদে আছে। দেশের মানুষ উন্নয়নের সাথে আছে, দেশের মানুষ আর বোমা হামলা, আগুন সন্ত্রাসের সাথে নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ আনন্দের সাথে নৌকায় ভোট দিবেন।

পরে ঢাকুলী সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে জাগীর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫