• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান

১২ আগস্ট ২০২৩ সকাল ০৮:২৫:২৪

পঞ্চগড়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান দেয়া হয়েছে।

পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ই্উএসএ (ইনক) ১১ আগস্ট শুক্রবার পঞ্চগড় চেম্বার মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করে।

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ ও সনদপত্র তুলে দেন।

এসময় পঞ্চগড় চেম্বারের পরিচালক রেজাউল করিম রেজা, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আব্দুস সামাদ পুলক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ই্উএসএ’র সাধারণ সম্পাদক রেজাবিন হায়াৎ রেজা, ইঞ্জিনিয়ার সিফাত চৌধুরী, শিক্ষক রাজিউর রহমান রাজু প্রমুখ বক্তব্য দেন।  

পরে অতিথিবৃন্দ পঞ্চগড় জেলার ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মতো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের প্রেত্যেককে অনুদান হিসেবে ১০ হাজার টাকা এবং তাদের অর্জনের স্বীকৃতি হিসেবে সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, আমেরিকার নিউইয়র্কে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে পরিচালিত এই সংগঠনটি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা, জটিল রোগীদের আর্থিক সহযোগিতা, করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা, অক্সিজেন সরবরাহ, নৌকা ডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতাসহ জেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে থাকে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫