যশোর প্রতিনিধি: মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক, ভুয়া কাবিন নামায় বিয়ে করে শারীরিক সম্পর্ক, শেষমেষ প্রতারণার মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এসব অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোরের জয়তী সোসাইটির এনজিওকর্মী বাদী হয়ে আশরাফুল ইসলাম কল্লোল নামে এক যুবকের বিরুদ্ধে এই মামলা করেছেন।
আসামি আশরাফুল ইসলাম কল্লোল ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার খালিশপুর গ্রামের ওয়ালিউল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী এনজিও সংস্থা জয়তী সোসাইটিতে কাজ করেন। ২০১৮ সালে আসামি কল্লোলের সাথে তার পরিচয় হয়। এরপর তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ২০১৯ সালের ২০ জানুয়ারি এক লাখ, ২০২০ সালের ১ জানুয়ারি দুই লাখ, ১০ ডিসেম্বর এক লাখসহ বিভিন্ন সময় মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা ধার স্বরূপ গ্রহণ করে কল্লোল। এরই মধ্যে কল্লোল ওই নারীকে বিয়ে করবে বলে বিভিন্নভাবে প্রলোভন দেখাতে থাকে।
এরপর ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি একজন ভুয়া কাজী ডেকে কাবিন নামায় স্বাক্ষর করে নাসিমাকে বিয়ে করে কল্লোল। স্বামী-স্ত্রী হিসেবে তারা শারীরিক সম্পর্কও করে। কিন্তু কল্লোল কোনভাবেই ওই নারীকে বাড়িতে নিয়ে সংসার করতে রাজি হচ্ছিল না। এক পর্যায় বিয়ের কথাই অস্বীকার করে কল্লোল। বাধ্য হয়ে আইনানুগ সহযোগিতা চেয়ে প্রথমে আদালতে মামলা করেন, যা বিচাররাধীন। এছাড়া কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিহির মন্ডল জানিয়েছেন, আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available