• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুতুবদিয়ায় গভীর সাগরে ভাসমান চার শ্রমিককে জীবিত উদ্ধার

১২ আগস্ট ২০২৩ সকাল ১০:৫৯:৩২

কুতুবদিয়ায় গভীর সাগরে ভাসমান চার শ্রমিককে জীবিত উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে গভীর সাগরে ভাসমান চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

১১ আগস্ট শুক্রবার সকালে উপজেলার আব্দুস সত্তারের মালিকানাধীন একটি মাছ ধরা নৌকার জেলেরা ভাসতে থাকা শ্রমিকদের উদ্ধার করেন। পরে তাদেরকে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন নৌকার মালিক আব্দুস সত্তার।

উদ্ধার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মো. খলিলের পুত্র মো. ফাহিম (১৮), নেত্রকোণার পূর্ব ধলা উপজেলার পূর্বধলা ইউনিয়নের মো. মিলনের পুত্র মো. রনি (২০), ভোলার বোরহান উদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের মৃত বশির মিয়ার পুত্র মো. মনিরুল ইসলাম (২৩) এবং ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আব্দুল মন্নানের পুত্র মো. জুবায়ের হোসেন (১৬)।

তারা জানান, দালাল চক্র তাদের এক কাজের কথা বলে জাহাজে তুলে অন্য একটি কাজ দেয়। সে কাজ তারা করতে পারছিলেন না। কাজ না করলে তাদের নির্যাতন করে। নির্যাতনের মাত্রা সইতে না পেরে তারা শুক্রবার সকালে সাগরে ঝাঁপিয়ে পড়েন।

এ বিষয়ে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি শ্রমিক উদ্ধার হওয়ার সংবাদটি নিশ্চিত করে বলেন, স্থানীয় মাছধরা একটি নৌকা সাগর থেকে তাদের উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন। আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হয় বলে জানান তিনি।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫