চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক দুটি চুরির ঘটনায় লুট হওয়া স্বর্ণালংকারসহ ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ আগস্ট শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির দুলালের ছেলে বর্তমানে বারঘরিয়া লক্ষীপুর মাস্টার পাড়ায় বসবাসরত আরিফুল ইসলাম ভটা, শিবতলা মালো পাড়ার শম্ভু সরকারের ছেলে সুমন সরকার, বড়ইন্দারা সংলগ্ন লৈলাপাড়ার আবুল কালাম আজাদের ছেলে মোবারক হোসেন ও লৈলাপাড়া ভেলুর মোড়ের মেরাজ আলীর ছেলে শাহজাহান।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ওসি মিন্টু রহমান।
পুলিশ জানায়, শনিবার দুপুরে নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ শহরসহ জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ ও রাজশাহীর মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ ভরি ৫ আনা ওজনের স্বর্ণালংকার, চোরাই স্বর্ণ বিক্রির নগদ ৪৩ হাজার ৮০০ টাকা, চোরাই কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও ১টি চাকু উদ্ধার করা হয়।
নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, সম্প্রতি নাচোল এলাকায় ২টি চুরির ঘটনা ঘটে। এরপর থেকে চোর ধরতে মাঠে নামে পুলিশ। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে ৪ জনকে বিভিন্ন মালামালসহ গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্য চোর সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available