কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে ৩শ’ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্ধ করা হয়।
১২ আগস্ট শনিবার কাপ্তাই-বড়ইছড়ি মৎস চেক পোস্টের সামনে প্রধান সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটকদের নাম-পরিচয় এখনও জানা যায় নি।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদে ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই স্বরুপ কান্তিপাল এসআই মো. ইমাম উদ্দিন এবং সঙ্গীফোর্স নিয়ে কাপ্তাই-বড়ইছড়ি প্রধান সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাককে আটক করে তল্লাশি চালালে ৮ বস্তায় ৩শ’ লিটার চোলাই মদসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার হওয়া চোলাই মদের বাজার মূল্য ৯০ হাজার টাকা। এই সময় গাড়ী চালক আবদুল মান্নান পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামী দু’জনকে রাঙ্গামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশক্রমে রাঙ্গামাটির সকল থানায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসাবে কাপ্তাই থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available