ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলো, ঠাকুরগাঁও সদর উপজেলার পৌর শহরের মুসলিমনগর মহল্লার মো. আব্বাস আলীর ছেলে মো. আলম ওরফে আলো ও একই উপজেলার পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার মো. মোজাহারুল ইসলামের ছেলে মো. মাসুদ ইসলাম তাসিন।
১২ আগস্ট শনিবার ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে পৌর শহরের ডে-নাইট ক্লিনিকে অপারেশনের জন্য যান ডা. হামিদুর রহমান। ক্লিনিকের নিচে তার পালসার ১৫০সিসি মোটরসাইকেলটি রেখে প্রায় ২০মিনিট পর ফিরে এসে দেখেন, তার মোটরসাইকেলটি নেই। তিনি তাৎক্ষণিক বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশ শহরের আশপাশের বিভিন্ন পয়েন্ট চোকপোস্ট বসায়।
এ সময় সদর সদর উপজেলার মন্দিরপাড়া গোবিন্দনগর ইক্ষু খামার এলাকায় সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে চুরি যাওয়া মোটরসাইকেলটিসহ তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার ২ জনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এর মধ্যে আলমের বিরুদ্ধে ইতোপূর্বে ৭টি এবং তাসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available