• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৭:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৭:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২

১৩ আগস্ট ২০২৩ বিকাল ০৩:১৩:০৬

রাজাপুরে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পৃথক ২ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ১২ আগস্ট শনিবার অভিযান চালিয়ে উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, শনিবার বিকেল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজাপুর সদরের বড় কৈবর্ত্যখালী (সমবায়) এলাকার মো.জসিম কাজীকে (৪৪) তার বসত ঘর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটক জসিম কাজী সমবায় এলাকার মৃত অলি আহম্মেদের ছেলে।

অপরদিকে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই সূবর্ণ চন্দ্র দে’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকায় মিরা বাড়ীর পাকা রাস্তা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো.আলমগীর হোসেন হাওলাদারকে (৫৩) আটক করে। আটক আলমগীর হোসেন পূর্ব রাজাপুর এলাকার মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, শনিবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। মামলা নং ২ ও ৩।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের নির্দেশনায় ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচলনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট রাজাপুরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়েছে।

ভবিষ্যতেও এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০