দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ আগস্ট রোববার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এর আগে ১১ আগস্ট শুক্রবার ভোর ৬টার দিকে আরও একজনের মৃত্যু হয়।
ডেঙ্গুতে মৃত দুইজন ব্যক্তি হলেন, দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে মাসুদ হাসান (১৮) ও চিরিরবন্দর উপজেলার দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে রাকিব (১৭)।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে মাসুদ রানা রাজধানী ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। হঠাৎ অসুস্থাবস্থায় দিনাজপুরের নিজ বাসায় এলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মাসুদ রানা। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গুর লক্ষণ পাওয়া গেলে চার দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার সকাল সাড়ে ৯টায় হাসপাতালেই মৃত্যু হয় তার।
এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর ৬টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর সিভিল সার্জন এএইচএম বোরহান উল ইসলাম জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দুইজনই ঢাকাতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, তারা দিনাজপুর এসে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৭ জন। ছাড়পত্র নিয়ে বাড়িতে গেছেন ৩১৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন আর ছাড়পত্র পেয়েছেন ১১ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available