খুলনা ব্যুরো: খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা থেকে সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুরসহ ৮ জনকে আটক করেছে র্যাব-৬। এ সময় দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
১২ আগস্ট শনিবার দিবাগত রাতে র্যাব-৬-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক অপর ৭জন হলো, মো. শরিফুল ঢালী, মো. শফিকুল ইসলাম, মো. রাকিব ফরাজি, সোহান মৃধা, মো. আকবর আলী শেখ, ইস্রাফিল সানা ও শাহীন আলম।
র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রোববার দুপুরে র্যাব-৬-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ২৩ জুলাই ভদ্রা নদীতে বেশ কয়েকজন জেলেকে জলদস্যুরা অপহরণ করে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় র্যাব-৬ অভিযান পরিচালনা করে ২৮ জুলাই অপহরণের সঙ্গে জড়িত ৫ জন জলদস্যুকে আটক করে এবং ১৪ জন ভিকটিমকে উদ্ধার করে। আটক জলদস্যুদের দেয়া তথ্য মতে অন্য জলদস্যুদের আটক করতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এর ধারাবাহিকতায় ১২ আগস্ট শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানকালে সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর সহযোগী ইস্রাফিল সানা ও শাহীন আলমকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতারখালী এলাকার একটি ঘেরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মাটি খুঁড়ে ১টি কাটা রাইফেল, ২টি ওয়ান শুটারগান, ১টি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও ৮ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। পরে দাকোপ ও বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয় তারা। অভিযানকালে ওই রাতেই মোংলার ইপিজেড এলাকা থেকে সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুরসহ আরও ৬ জন বনদস্যুকে আটক করে র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available