• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে শয়নকক্ষ থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

১৩ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৫:৪৮

কেরানীগঞ্জে শয়নকক্ষ থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘরের শয়নকক্ষ থেকে সদরুল আলম (৪৬) নামের এক প্রকৌশলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৩ আগস্ট রোববার দুপুরে কেরানীগঞ্জ থানাধীন শাক্তা আরশিনগর এলাকার সুলতানা রাজিয়া কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের পাশের গলির ইউনুস মিয়ার বাড়ির চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সদরুল আলম রংপুরের মিঠাপুকুর থানার শেকরপাড়া গ্রামের বনিজ উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

জানা যায়, সদরুল আলম এক বছর ধরে শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় ভাড়া বসবাস করছিল। ধারণা করা হচ্ছে, রান্না ঘরের জানালা দিয়ে চুরি করার উদ্দেশ্যে কে বা কারা রাতের কোন এক সময় তার ঘরে প্রবেশ করেছিল। সদরুল আলম তাদের বাধা প্রদান করলে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়াও ফ্লাটের ভিতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

পার্শ্ববর্তী ফ্লাটের ভাড়াটিয়া মোহাম্মদ মনির হোসেন জানান, তিনি একাই ফ্ল্যাটে বসবাস করতেন। মাঝেমধ্যে তার পরিবারের লোকজন এখানে বেড়াতে আসতো। রোববার সকালে তার ফ্লাটের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখে দরজা ধাক্কা দিলে ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে বাড়ির মালিক ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায়, রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে আছে। এরপর পুলিশে খবর দেয়া হয়।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনা তদন্তে সিআইডির ক্রাইম সিন সদস্যরা আলামত সংগ্রহ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫