কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখানোর টিকেট কেটে দেয়ার কথা বলে নানীর কোল থেকে ৪ দিনের নবজাতক শিশুকে নিয়ে পালিয়েছে অজ্ঞাত এক নারী।
১৩ আগস্ট রোববার সকাল ১০টায় সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। ঐ নবজাতক হাসপাতালেই জন্ম নেয় এবং তার মা আয়শা আক্তার কলিসহ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি ছিলেন।
এ ঘটনায় তোলপাড় চলছে কুমিল্লা সদর হাসপাতালে। মেয়েকে খুঁজতে হন্যে হয়ে বেড়াচ্ছে বাবা জসিম উদ্দিন। অপরদিকে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন মা কান্নায় ভেঙে পড়ছেন বারবার। স্বজনদের চোখে ধোকা দিয়ে শিশু নিয়ে পালিয়ে যাবার ঘটনায় গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।
কুমিল্লা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল করিম খন্দকার জানান, হাসপাতালের ওয়ার্ডের ভেতর থেকে চুরি যায়নি শিশুটি। বাইরের ক্যাম্পাসে শিশুটি তার স্বজনদের কাছেই ছিল। এটা চুরি কিনা এই মুহুর্তে বলা যাচ্ছে না, এ নিয়ে কাজ করছে পুলিশ।
নবজাতকের নানি নূরজাহান বেগম বলেন, আমার নাতনী জন্ম নেবার পর থেকে কিছু খেতে চায় না, কান্না করে। সকালে বাচ্চার কান্নাকাটি দেখে ডাক্তার দেখানোর জন্য গাইনী ওয়ার্ড থেকে বহির্বিভাগের দিকে যেতে থাকি। এ সময় বোরকা পরিহিত এক নারী আমাকে জানায় তিনি সহজে ডাক্তার দেখানোর জন্য বর্হিবিভাগের টিকেট কেটে দিতে পারবেন। আমি তার কথায় বিশ্বাস করি। সেই বোরকা পরা মহিলা আরও বলে বাচ্চা কোলে নিয়ে গেলে টিকেট দিবে, অন্যথায় দিবেনা। যে কারণে আমি আমার নাতনিকে তার কোলে দিয়ে টিকেট নিতে বলি। কিন্তু কোন ফাঁকে সে আমার নাতনীকে নিয়ে চলে যায়, আমি কিছু বুঝতে পারিনি।
নবজাতকের বাবা জসিম উদ্দীন বলেন, আমি ইপিজেড এ কাজ করি। বৃহস্পতিবার আমার মেয়ে জন্ম নেয়। আমার স্ত্রী এ হাসপাতালেই ভর্তি ছিলো। রোববার গাইনি চিকিৎসককে দেখানোর জন্য আমার শাশুড়ি টিকিট কাউন্টারে আসে। সেখানে একজন মহিলা আমার শাশুড়িকে বলে উনি টিকিট কেটে দিবেন। তাই নবজাতককে উনার কোলে দেয়ার জন্য বলে। আমার শ্বাশুড়িও বাচ্চকে উনার কোলে দিলে পালিয়ে যায় ঐ মহিলা।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা ও জেলা গোয়েন্দা পুলিশসহ (ডিবি) একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা নবজাতককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available