যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ইজিবাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।
১৩ আগস্ট রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার প্রেমবাগ এলাকার সাহেদা ফিলিং স্টেশনের সামনে, যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত একজন হলেন- বসুন্দিয়া ঘুনি গ্রামের সবেদ আলীর ছেলে সৈয়দ মোল্লা (৬০)। নিহত অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায় নি। আহতেরা হলেন- উপজেলার ১৪নং দুর্বডাঙ্গা ইউনিয়নের দিলিপ সরদারের ছেলে সন্নামি সরদার (২৬), বসুন্দিয়া বাজারের অরুণ বিশ্বাসের ছেলে সরন বিশ্বাস (১৭), জগন্নাথপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন ছেলে ইজিবাইক চালক আলামিন হোসেন (২৭)। আহত অন্য ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
জানা যায়, ১৩ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে খুলনাগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা ২জন আরোহী নিহত হন। এসময় আহত হন আরও ৫ জন। আহতদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে রেখে চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে খবর দেয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন- অভয়নগর থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. হামিদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available