রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: নাম মিরাজুল শিকদার। বয়েস ৪১ বছর। স্ত্রী আফিরুন বেগম ও ১৭ বছর বয়েসী এক সন্তান মিলন শিকদারকে নিয়ে থাকেন নতুন করে জেগে ওঠা কৈগরদাসকাটির চরে। তারা প্রান্তিক ও ভূমিহীন হওয়ায় গত ৯ আগস্ট বুধবার প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারিভাবে বরাদ্দকৃত আবাসন প্রকল্পের ঘর পেয়েছেন। পেয়েছিলেন মাথা গোঁজার ঠাঁই। সেই ঠিকানায় আর থাকা হলো না মিরাজুল শিকদারের। হঠাৎ মৃত্যু হয়েছে তার। বিষয়টিকে ঘিরে সৃষ্ট রহস্য উদ্ঘাটনের জন্য ময়নাতদন্ত করতে তার মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মিরাজুলের স্ত্রী আফিরুন জানান, ১২ আগস্ট শনিবার দিনগত ভোর ৩টায় ঘরে ফেরেন স্বামী মিরাজুল। এর পূর্বেই স্বামীর অপেক্ষায় বসে থেকে রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন স্ত্রী। ভোররাতে এসে মিরাজুল বলেন, নদীর পানি কমে গেছে, চলো জাল (ঝাকি জাল) টেনে আসি। তখন স্ত্রী বলেন, আমি যাবো না। এই বলে আবার ঘুমিয়ে পড়েন। ভোর ৪টায় প্রতিবেশীদের ডাকাডাকিতে জেগে ওঠেন তিনি। এ সময় স্বামীকে বাড়ির থেকে কিছু দূরে অসুস্থ অবস্থায় দেখে তার কাছে জানতে চান, কী হয়েছে তোমার? উত্তরে মিরাজুল বলেন, আমার বুক জ্বালা করছে, আমার বুকে একটু তেলপানি ঘঁষে দাও। এরপরে সে আরও অসুস্থ হলে নৌকায় করে চালনা হাসপাতালে নেওয়ার পথে মিরাজুল মারা যান বলে তার স্ত্রী আফিরুন দাবি করেন।
কিন্তু কী কারণে তিনি মারা গেছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বামী মিরাজুল স্ট্রোক করেছিলেন। কেন তাকে ময়না তদন্তের জন্যে পু্লিশ মর্গে পঠালো? তখন তিনি অভিযোগ করে বলেন, আমার ভাসুর রিয়াজ, চাচা শ্বশুরের পুত্র তারিকুল ও বাবু পু্লিশের কাছে অভিযোগ করে বাগেরহাট মর্গে পাঠিয়েছে। আমার স্বামীর কোনো শত্রু ছিল না, সবাই তাকে ভালোবাসতো।
এ বিষয়ে মৃত মিরাজুলের ভাই খোকন, রিয়াজ ও তারিকুলদের মতামত পাওয়া যায়নি। তবে তারা মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের দাবি করেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মিরাজুল শিকদারের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তার স্ত্রী, সন্তান এবং এলাকাবাসী জানায় মিরাজুল বুকের ব্যথায় অসুস্থ হয়েছিল। কিন্তু পরিবারের অন্য সদস্যদের আপত্তি থাকায় ১৩ আগস্ট রোববার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available