কাপ্তাই-রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে উদযাপিত হয়েছে আর্ন্তজাতিক যুব দিবস । ১৩ আগস্ট রোববার সকালে উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে বেসরকারি এনজিও সংস্থা হিল ফ্লাওয়ার এ আলোচনা সভার আয়োজন করে। হিল ফ্লাওয়ার জেলা কডিনেটর হিলারী ত্রিপুরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাংবাদিক আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেলাল ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথি দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, যুবরাই সকল পরিবর্তনের ধারক-বাহক। বৈশ্বিক জলবায়ুগত সংকট মোকাবেলায় ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান বিশ্ব একটি সবুজ রূপান্তরে যাত্রা শুরু করেছে। এ প্রক্রিয়ায় যুবদের অংশগ্রহণ জরুরি।
আর্ন্তজাতিক যুবদিবসে তিনি যুবদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নমুখী কর্মকান্ডে অংশ গ্রহণের মাধ্যমে যুবদের আগামী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available