• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাজিতপুরে দেশীয় প্রজাতির ৫৩২ কেজি পোনামাছ অবমুক্ত

১৫ আগস্ট ২০২৩ সকাল ০৮:৫২:২৮

বাজিতপুরে দেশীয় প্রজাতির ৫৩২ কেজি পোনামাছ অবমুক্ত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে বিভিন্ন প্রজাতির ৫৩২ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

১৪ আগস্ট সোমবার বেলা ১২টার দিকে উপজেলার দীঘিরপাড় পাটুলিঘাট এলাকার ঘোড়াউত্রা নদী ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেটের আওতায় এ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, সহকারিীমৎস্য কর্মকর্তা মো. আব্দুল হাই প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল মুঠোফোনে বলেন, প্রতিবছরই হাওরে নতুন পানি এলে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ বছর পাটুলিঘাট নদীতে ৪৩২ কেজি ও স্থানীয় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে ১০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রুই, কাতলাসহ বিভিন্ন দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আর এটি বছরেে একবার করা হয়ে থাকে। মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি অর্থবছরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়ে থাকে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০