জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের ভারুয়াখালীতে ডাকাতদলের সঙ্গে গোলাগুলির পর ২ জনকে আটক করেছে পুলিশ।
১৩ আগস্ট রোববার দিবাগত রাতে ভারুয়াখালীর উল্টাখালী ফকিরের করনের বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আটকরা হলো, আব্দুল আজিজ (৪২) ও সাইফুল ইসলাম।
এ ঘটনায় পুলিশের ২ সদস্য আহত হয় এবং অভিযানে ২ ডাকাতসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিজানুর রহমান ও এসআই মিঠুন জানান, ভারুয়াখালীর উল্টাখালী ফকিরের করনের বাজারের পশ্চিম পাশে খালি জায়গায় একটি ডাকাত দল অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে ইয়াবা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো. মিজানুর রহমান কক্সবাজার সদর থানা ও রামু থানার অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশেকে লক্ষ্য করে এলোপাথঅড়ি গুলি ছোঁড়ে। পুলিশ জানমাল রক্ষার্থে পাল্টাগুলি ছুঁড়ে। এক র্পযায়ে ডাকাত আব্দুল আজিজ ও সাইফুল ইসলামকে ধরতে সক্ষম হয়। পরে অন্যন্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় আসামিদের কাছ থেকে দেশে তৈরি এলজি, একনালা বন্দুক, গুলি ও কিরিচ উদ্ধার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available