নেত্রকোনা প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশ টিসিবির ৯০০ কেজি চাল ভর্তি একটি পিকআপ ভ্যানসহ একজনকে আটক করে নেত্রকোনার দুর্গাপুর থানায় হস্তান্তর করেছে।
১৩ আগস্ট রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর থেকে চাল ভর্তি পিকআপ ভ্যানটি আটক করে।
ধোবাউড়া থনার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন থেকে টিসিবির চাল নেওয়ার পথে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার থেকে পিকআপ ভ্যানসহ রুহুল আমিন নামে একজনকে আটক করা হয়। পরে আটক রুহুল আমিনসহ চাল ভর্তি পিকআপ ভ্যান দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। রুহুল আমিন দুর্গাপুরের পূর্ব বিলাশপুর গ্রামের বাসিন্দা।
কুল্লাগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবুজ মিয়া এশিয়ান টিভিকে বলেন, এ ব্যাপারে কিছুই জানি না। তবে শুনেছি, কলসিন্দুর বাজারে টিসিবির পণ্য ধরা পড়েছে। ডিলাররা ডিস্টিভিশন করে, আমরা যতটুকু পারি তদারকি করি।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব-উল-আহসান এশিয়ান টেলিভিশনকে বলেন, আটককৃত চাল কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। ট্যাগ অফিসার দুর্গাপুর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন। কোন মামলা হয়নি। দুর্গাপুর থানা বিষয়টি তদন্ত করবে। টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রির সাথে কোনো ডিলার জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ট্যাগ অফিসার মো. পারভেজ মিয়া মুটোফোনে জানান, কুল্লাগড়া ইউনিয়নে মোট চার জন ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। ধোবাউড়া থানা পুলিশ ৯০০ কেজি টিসিবির চালসহ রুহুল আমিন নামে একজনকে আটকের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় একটি জিডি করেছি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম মুঠোফোনে এশিয়ান টিভিকে জানান, টিসিবির চাল আটকের ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available