নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গবন্ধু মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ ও রানার্সআপ হয়েছে টিএইচএম বিভাগ।
১৪ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ১৫ ব্যাচ ভিত্তিক এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ ফাইনালে দ্বিতীয়ার্ধের শেষ দিকে আইন বিভাগের অধিনায়ক নাহিদুল ইসলামের অসাধারণ গোলে এগিয়ে যায় আইন বিভাগ। শেষ পর্যন্ত স্কোরলাইন ধরে রেখে টিএইচএমকে ১-০ গোলে পরাজিত করে আইন বিভাগ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন আইন বিভাগের অধিনায়ক নাহিদুল ইসলাম।
ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বিপ্লব মল্লিক, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ও আইআইএসের পরিচালক অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, প্রক্টর ইকবাল হোসেন সুমন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোহাইমেনুল ইসলাম, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খান, আইন বিভাগের চেয়ারম্যান শ্রাবন্তী দত্ত, সহকারী অধ্যাপক বাদশা মিয়া, টিইএচএম বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার রয়, প্রভাষক সঞ্জয় কুমার আচার্য, আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম ও অর্থনীতি বিভাগের প্রভাষক ফারিয়ান তাহরিম।
উল্লেখ্য, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের রাকিব রহমানকে আহ্বায়ক করে অন্যান্য পাঁচ শিক্ষার্থীর উদ্যেগে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available