বান্দরবান ব্যুরো: বান্দরবানে ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ক্লাইমেট ফর জাস্টিস।
১৪ আগস্ট সোমবার বান্দরবানের বালাঘাটা, ইসলামপুর এবং কবিরাজ পাড়া এলাকায় বন্যায় আক্রান্ত সাধারণ মানুষদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথনেটের সমন্বয়কারী, কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট জিমরান মো. সায়েক, ইয়ুথনেট বান্দরবান জেলা সমন্বয়ক সাজ্জাদ হোসাইন এবং অন্যান্য কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণে শৃংখলা নিশ্চিত করতে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবানের সেনা জোনের সদস্যরা।
তারা খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সংকটকালীন সময়ে মহিলাদের স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে ক্যাম্পেইন চালান এবং পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available