রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
উপজেলা ওসিএল এসডি আশিষ ভৌমিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ডা. রইহলাঅং মারমা, কৃষি অফিসার আবুল খাযেরসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে ‘আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক’ ১ মিনিটের ভিডিও চিত্র নির্মাণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৩ জনকে ২ লাখ ৬০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available