দৌলতখান (ভোলা) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পাশাপাশি এসময় পবিত্র কোরআন খতম, ফ্রি মেডিকেল ক্যাম্প, মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
১৫ আগস্ট মঙ্গলবার নিজ বাসভবনে এসব কর্মসূচির আয়োজন করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রী উপ-কমিপির সদস্য ও স্কয়ার হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে।
এসময় পবিত্র কোরআন খতমের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. রাজ। সবশেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available