রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের উদ্যোগে হতদরিদ্র, গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে রাঙামাটিস্থ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান, বিপিএম (বার) পিএসসি সেক্টর কার্যালয় সম্মুখে হতদরিদ্র, গরীব ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রাঙামাটি সেক্টরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অপারেশন) মেজর মো. শহীদুল ইসলাম পিএসসি, জি+, নায়েক সুবেদার মো. আব্দুল হক, গোলাম মোস্তফাসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
খাদ্যসামগ্রী বিতরণকালে সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি সেক্টর কর্তৃক হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি আমাদের এ মানবিক কর্মসূচি রাঙামাটি সেক্টরের আওতাধীন ৪টি ব্যাটালিয়ানের সবগুলো ক্যাম্পের মাধ্যমে প্রায় দেড় হাজার হতদরিদ্র, গরীব-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও জানিয়েছে তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available